ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ছিনতাইকারীর কবলে পড়েছেন খোদ বিশ্ববিদ্যালয় এলাকায়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহীদ মিনার আবাসিক এলাকার শিক্ষক কোয়ার্টার বাসা থেকে ঢাবি ক্লাবে যাওয়ার সময় তিন যুবক তাকে অস্ত্র ঠেকিয়ে গতিরোধ করে। তবে শেখ কার্জন তার পরিচয় দিলে ছিনতাইকারীরা চলে যায়।
এ ব্যাপারে শেখ কার্জন বলেন, বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা এতো নাজুক যা উদ্বেগের বিষয়।
আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ ও থানায় জিডি করবেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম