চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাজ্জাদ হোসাইন হৃয়দ নামের এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে তাকে কলা অনুষদের ৩য় তলায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসাইন হৃদয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক।
জানা যায়, বুধবার সাজ্জাদ পরীক্ষা শেষে বের হলে তখন ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী তাকে কলা অনুষদের ৩য় তলায় ধরে মারধর করে। পরে সেখান থেকে মারধর করতে করতে নবনির্মিত কলা অনুষদের সামনে নিয়ে আসে।সেখানে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়ালবডির সদস্যরা উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর লিটন মিত্র বলেন, ঘটনার খবর শুনেই আমরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করি। পরে তাকে পুলিশের সহায়তায় চবি মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে চবি ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আবু সাইদ মারজান ও ছাত্রলীগ নেতা নিয়াজ আবেদীন পাঠান বলেন, নির্বাচনের আগে নানা ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস দিয়েছিল হৃদয়। তাই তাকে আমরা খোঁজ করছিলাম। আজ সে পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসে। তখন আমরা তাকে ধরে পুলিশের কাছে সোর্পদ করি।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৯/মাহবুব