ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ (রোববার)। ওই দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী ডাকসু’র সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বুধবার নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেছেন।
এর আগে, বুধবার বিকেল সাড়ে ৩টায় এবং বিকেল সাড়ে ৪টায় উপাচার্য অফিস সংলগ্ন লাউঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বিষয়ে হল প্রাধ্যক্ষ এবং ডাকসু নির্বাচন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সাথে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপাচার্য ডাকসু নির্বাচনের এই তারিখ নির্ধারণ করেন।
ডাকসু নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত প্রধান রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, আজ হল প্রাধ্যক্ষ ও উপদেষ্টা পরিষদসহ সংশ্লিষ্ট সবার সাথে মতবিনিময় সভা শেষে ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্য এই তারিখ নির্ধারণ করেছেন। এখন নির্বাচনের অন্যান্য প্রস্তুতি পর্যায়ক্রমে শুরু হয়ে যাবে। তফসিল ঘোষণা ও আচরণ বিধি প্রণয়ন ইত্যাদি কাজ ইতোমধ্যে এগিয়েছে। আশা করছি, নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন