ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন 'তারুণ্যে'র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আরমান রেজা জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও 'তারুণ্যে'র উপদেষ্টা ড. মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন ও প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিসুর রহমান।
প্রচার সম্পাদক ওয়াহেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি রাশেদ জামান, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদ জুবেরী সিজার, বর্তমান সাধারণ সম্পাদক তাইয়েব হোসাইন জনি প্রমূখ।
দীর্ঘদিন সফলতার সাথে দায়িত্ব পালনের জন্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেন তারুণ্যের সদস্যরা। এছাড়া নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত প্রক্টরকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
ড. মাহবুবর রহমান বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমি আশা রাখি, তারুণ্যের সদস্যরা প্রশাসনের এই ঘোষণা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন