তরুণদের মাঝে ফটোগ্রাফি শিল্পের চর্চা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র–শিক কেন্দ্রে (টিএসসি) উদ্বোধন করা হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবের। রবিবার এ উপলক্ষ্যে আয়োজিত এক র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন টিএসসির শিার্থী উপদেষ্টা ড. সৌমিত্র শেখর। ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।
উৎসবে আলোকচিত্র প্রদর্শনের সাথে থাকছে বিভিন্ন দেশের আলোকচিত্রীদের জন্য শোভাযাত্রা, সেমিনার, কর্মশালা, সাময়িকী, পুনর্মিলনী ইত্যাদি। মোট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত উৎসবটি চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত।
ভেন্যুগুলো হল ঢাবির ছাত্র-শিক কেন্দ্র (টিএসসি), চারুকলা অনুষদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি. জাতীয় চিত্রশালার ৫ ও ৬ নং গ্যালারি।
আলোকচিত্র উৎসবে একক ক্যাটাগরি ও পোর্টফলিও ক্যাটাগরিতে বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশের আলোকচিত্রীদের ১৪৫ টি একক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি ডিইউপিএস এর ১২তম বার্ষিক প্রদর্শনীর জন্য নির্বাচিত ১৩৫ টি আলোকচিত্র ও ১৬টি ফটোস্টোরিও প্রদর্শিত হচ্ছে।
আলোকচিত্র উৎসবটি প্রতিদিন সকাল ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। দ্বিতীয় দিন থেকে আলোকচিত্রীদের জন্য আয়োজন করা হবে মিট দ্যা জাজ সেশান, আর্টিস্ট টক, বক্স ক্যামেরা ফটোগ্রাফি, পোর্টফোলিও রিভিউ এবং আলোকচিত্রের উপর ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন ইত্যাদি।
বিডি প্রতিদিন/এ মজুমদার