ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলগুলোতে স্থাপনে সিন্ডিকেটের ‘অগণতান্ত্রিক’ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নিন্দা জানায় তারা।
সংবাদে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি ও প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক সালমান সিদ্দিকী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হলগুলোতে ভয়ভীতি ও দখলদারিত্বের পরিবেশ পুরোমাত্রায় বিদ্যমান। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন বাদে অন্য ছাত্রসংগঠনগুলোর অধিকাংশ নেতাকর্মীরা আবাসিক হলগুলোতে অবস্থান করতে পারছেন না, নিজেদের মত প্রকাশের গণতান্ত্রিক পরিবেশ সেখানে নেই। সাধারণ ছাত্রদের অবস্থা আরও শোচনীয়। সেখানে গণরুম ও গেস্টরুমের মাধ্যমে চলে ছাত্রদের উপর নির্যাতন। এ অবস্থায় হলগুলোতে ভোটকেন্দ্র স্থাপন করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
হলে ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়ে প্রশাসন ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়েছে অভিযোগ করে সালমান সিদ্দিকী বলেন, দুই-একটি সংগঠন এর বিরোধিতা করলেও ক্রিয়াশীল সমস্ত সংগঠন এই দাবি যথাযথ মনে করে। সিন্ডিকেটের এই সিদ্ধান্ত প্রমাণ করল, প্রশাসন সুষ্ঠু নির্বাচনের দিকে এগোচ্ছেন না। এ সময় ‘নির্বাচনের নামে নাটকের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
প্রশাসন দখলদারদারিত্বে সহযোগীর ভূমিকা পালন করছে অভিযোগ করছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলনে বলা হয়, অবাধ ও ভীতিহীন পরিবেশ নিশ্চিত করতে না পারলে ডাকসু নির্বাচনের উদ্দেশ্য ব্যাহত হবে এবং ক্ষমতাসীনদের ক্ষমতা আরও সংহত হবে। দখলদারিত্ব প্রাতিষ্ঠানিক বৈধতা পাবে।
সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হল, ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে নিকটস্থ একাডেমিক ভবনগুলোতে স্থাপন করা, ভীতিমুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করা এবং প্রথম বর্ষ থেকেই মেধার ভিত্তিতে হলে বৈধ সিটের ব্যবস্থা করা ।
এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ডাকসু নির্বাচনের সংবিধান সংশোধন ও আচরণবিধি প্রণয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সিন্ডিকেট। সভায় গঠনতন্ত্রের প্রচলিত নিয়মানুসারে হলগুলোতে ভোটকেন্দ্র স্থাপন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। রাতেই সিন্ডিকেটের এই সিদ্ধান্তের প্রতিবাদে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। এ সময় ভোটকেন্দ্র প্রাতিষ্ঠানিক ভবনে স্থাপনের দাবিতে স্লোগান দেয় তারা।
বিডি প্রতিদিন/হিমেল