বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এ বছর প্রথমবারের মত দুটি অনুষদের অধীনে দুটি বিভাগে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রথমবার চালু হওয়া দুটি অনুষদ হলো প্রকৌশল অনুষদ ও শিক্ষা ও গবেষণা অনুষদ। এর মধ্যে প্রকৌশল অনুষদের অধীনে রয়েছে একটি বিভাগ, ইন্টারনেট অব থিংস (আই ও টি) এবং শিক্ষা ও গবেষণা অনুষদের অধীনে রয়েছে আইসিটি ইন এডুকেশন।
দুটি বিভাগে ৫০+৫০ মোট ১০০ আসনে শিক্ষার্থী ভর্তির জন্য গত ২৮ ডিসেম্বর পত্রিকায় এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত মোট ১১০৭১ জন শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। সম্পূর্ণভাবে আবেদন পত্র জমা দিয়েছে ৯৬৭৪ জন। তারমধ্যে ৮৫০৫ আবেদন ফি জমা দিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা/পাভেল