পূর্ব শত্রুতার জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুটি পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ। বিবাদমান দুটি পক্ষ হলো সিক্সটি নাইন ও সিএফসি।
বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে সামনে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার রাতে বিবাদমান ছাত্রলীগের দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়।
জানা যায়, পূর্ব ঘটনার রেশ ধরে বুধবার দুপুরে ফের উভয় পক্ষ বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহজালাল হলের সামনে ইট পাটকেল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় করে। প্রায় দু’ঘণ্টা ব্যাপী এ ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সিএফসি পক্ষের কর্মীরা শাহ জালাল হলের মূল ফটক ভাঙচুর করে সিএক্সটি নাইনের কর্মীদের ওপর হামলার চেষ্টা চালায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল ছুঁড়ে। পরে পুলিশ উভয় পক্ষকে হলের ভেতরে পাঠিয়ে দেয়।
এক পর্যায়ে সিক্সটি নাইনের কর্মীরা শাহ জালাল ও সিএফসি পক্ষের কর্মীরা শাহ আমানত হলে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের সামনেই মহড়া দেয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সিএফসি পক্ষের নেতা জামান নূর বলেন, ‘আমরা যতবারই সমাধানের চেষ্টা করেছি তারা ততবারই আমাদের জুনিয়দের ওপর হামলা চালায়।’
সিক্সটি নাইনের নেতা মনছুর আলম বলেন, ‘আজকে কোনো কারণ ছাড়াই তারা আমাদের জুনিয়দের ওপর হামলা করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন, দুই পক্ষের পূর্ব ঝামেলাকে কেন্দ্র করে দুই হলের সামনে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল ছুঁড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন