নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন 'শব্দ কুটির' নোবিপ্রবির কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙনে বইমেলা ও পিঠা উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার ও পিঠা উৎসবের উদ্বোধন ও সংক্ষিপ্ত বক্তৃতা করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস) এর পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. গাজী মো. মহসিন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, বাংলা বিভাগের প্রভাষক ও লেখক সুভেন্দু সাহা, বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার