ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে করার দাবি জানিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর দুই জোট। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
এছাড়া এই দাবিসহ শ্রেণিকক্ষে প্রচারণার সুযোগের দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সংহতি সমাবেশ করবে প্রগতিশীল ছাত্রজোট। একই দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি ক্যাম্পাসে যৌথভাবে বিক্ষোভ করবে তারা।
ছাত্র ফেডারেশনের (বদরুদ্দীন ওমর) কেন্দ্রীয় সভাপতি এম এম পারভেজ লেলিন বলেন, ডাকসু নির্বাচনের জন্য সর্বপ্রথম প্রয়োজন ক্যাম্পাসে ও হলে গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ ও সহাবস্থান। কিন্তু এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ক্ষেত্রে দৃশ্যমান কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। বিরোধী ছাত্রসংগঠন ও কোটা আন্দোলনের নেতাদের ওপর গত কয়েক দিনে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার বিচার তো হয়ইনি, বরং প্রশাসন ক্ষমতাসীন ছাত্রসংগঠনের সুরেই সুর মিলিয়েছে। এসব ঘটনা আমাদের আশঙ্কাকে আরও মজবুত করছে যে এ নির্বাচন আদৌ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে কি না।
সংবাদ সম্মেলন থেকে ক্যাম্পাস সব ছাত্রসংগঠনের সহাবস্থান ও স্বাধীন মতের পরিবেশ নিশ্চিত করা, গেস্টরুম ও গণরুমে ছাত্র নির্যাতন বন্ধ ও সব নির্যাতনের বিচার করাসহ ছয় দফা দাবি জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জি এম জিলানী, সাধারণ সম্পাদক লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক জাহিদ সুজন প্রমূখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন