চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাঁজা সেবনকালে এ এফ ররহমান হলের একটি পরিত্যাক্ত রুম থেকে ৬ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে তাদের পুলিশে সোপার্দ করা হয়।
বুধবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়। আটককৃতরা হলেন লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আব্দুল মুকিব, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের মহিউদ্দিন জালাল, পরিসংখ্যান বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের সাইফ সিয়াম, অর্থনীতি বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের জিসান বড়ুয়া, ইংরেজি বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের মাহমুদ সানি, রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শামীম আহসান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বলেন, গাঁজা সেবনকালে আলাওল হল থেকে ৬ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে তাদেরকে পুলিশে সোপার্দ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন, আটককৃতদের হাটহাজারি থানায় পাঠানো হয়েছে। তাদের তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর