প্রথমবারের মতো ভিন্ন আঙ্গিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় খেলার মাঠে চবি কর্মচারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯.৩০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
এসময় চবি কর্মচারী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ বাইজিদ ইমন, প্রচার প্রকাশনা ও দপ্তর বিষয়ক সম্পাদক জোবায়ের চৌধুরীসহ আরো অনেকে। এ সময় তারা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর ও মুর্চ্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় পতাকা, কর্মচারী সমিতির সভাপতি সমিতির পতাকা এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। কর্মচারী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মো. সরোয়ার হোসেনের নেতৃত্বে ক্রীড়াবিদগণ মার্চপাস্টে অংশগ্রহণ করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন সমিতির কৃতি ক্রীড়াবিদ জনাব ভূপাল কৃষ্ণ রুদ্র। উপাচার্য ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সমিতির সদস্য জনাব আলী হোসেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর