১৯ নভেম্বর, ২০১৯ ১৪:৩০

ইবিতে ৭ দিন পিয়াজ বর্জনের শপথ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইবিতে ৭ দিন পিয়াজ বর্জনের শপথ

আগামী ৭ দিন পেঁয়াজ বর্জনের শপথ গ্রহণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে শাখা কনজুমার ইয়ুথ বাংলাদেশের আয়োজনে পিয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে এ শপথ গ্রহণ করেন শিক্ষার্থীরা। 

জানা গেছে, পিয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কনজুমার ইয়ুথ বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সিন্ডিকেট করে জনসাধারণ তথা ভোক্তাদের জিম্মি করে পিয়াজের মূল্য বাড়ানো হয়েছে। আমরা এই মানববন্ধন থেকে সিন্ডিকেট করে পিয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করছি এবং সিন্ডিকেটের প্রতি ঘৃণা প্রকাশ করছি। একই সঙ্গে পিয়াজের মূল্য নিয়ন্ত্রণে চার দফা দাবি তুলে ধরেন বক্তারা।

মানবন্ধনের এক পর্যায়ে পিয়াজ সিন্ডিকেটকে প্রশ্রয় না দিতে এবং ভোক্তার অধিকার প্রতিষ্ঠা করতে আগামী ১৯ থেকে ২৬ নভেম্বর মোট ৭ দিন পিয়াজ বর্জনের শপথ গ্রহণ করেন তারা। 

কনজুমার ইয়ুথ ইবি শাখার সভাপতি শামিমুল ইসলাম সুমন শপথ বাক্য পাঠ করান।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর