২১ নভেম্বর, ২০১৯ ১৭:২৯

প্রশাসনের বিরুদ্ধে শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রশাসনের বিরুদ্ধে শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ফাইল ছবি

সমাবর্তনে হল খোলা রাখার দাবিতে মানববন্ধন করার সময় প্রক্টর বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হন তারা।

সমাবেশে বক্তারা বলেন, বুধবার আমরা একটি সুস্পষ্ট ও যৌক্তিক দাবিতে মানববন্ধন করতে চেয়েছিলাম। কিন্তু প্রক্টর আমাদের মানববন্ধন করতে দেননি এবং আমাদের সাথে বাকবিতণ্ডায় জড়ান। 

বক্তারা অরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কোন মন্তব্য না নিয়ে একটার পর একটা আইন তৈরি করে। এসব আইনের কারণে শিক্ষার্থীরা ক্যাম্পাস বিমুখ হচ্ছে। পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের সকল সাংস্কৃতিক চর্চা ধ্বংস করার পাঁয়তারা চলছে। কোন সমাজে সাংস্কৃতিক চর্চা না থাকলে সেখানে মাদক গ্রহণ বাড়বেই।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর