২২ নভেম্বর, ২০১৯ ১১:৪৮

চবি এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী উদ্বোধন

চবি প্রতিনিধি

চবি এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপি প্রথম পুনর্মিলনী উৎসবের শেষ পর্বের অনুষ্ঠান শুরু হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

আজ শুক্রবার সকাল ১০টায় জিইসি কনভেনশন সেন্টারে এ আয়োজনের উদ্বোধন করা হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, প্রথম পুনর্মিলনীর আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, সদস্য সচিব মো. গিয়াস উদ্দিনসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে হাজার হাজার সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় নগরীর শিরীষ তলা। 'প্রাণের উৎসবে, মাতি উল্লাসে’ স্লোগানকে সামনে রেখে পুনর্মিলনী উৎসব শুরু হয় বৃহস্পতিবার। এইদিন বিকেলে চারুকলা ইনস্টিটিউট চত্বর থেকে ‌র‌্যালি বের করে সংগঠনটির সদস্যরা। র‌্যালি শেষ হয় সিআরবি’র শিরীষ তলায়। পরে শিরীষ তলায় বাউল গানের আসর বসে।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর