২২ নভেম্বর, ২০১৯ ২১:৫৮

ডিসেম্বর থেকে অনলাইনে ঢাবির সনদ ও নম্বরপত্রের আবেদন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ডিসেম্বর থেকে অনলাইনে ঢাবির সনদ ও নম্বরপত্রের আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা কার্যক্রম গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কার্যক্রমের অংশ হিসেবে পহেলা ডিসেম্বর থেকে সনদপত্র ও নম্বরপত্র উত্তোলনের আবেদন অনলাইনের মাধ্যমে করতে পারবেন শিক্ষার্থীরা।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সেবা গ্রহণের জন্য প্রত্যেক শিক্ষার্থী তার অনলাইন ড্যাশবোর্ড থেকে আবেদন করতে পারবেন। ড্যাশবোর্ড ব্যবহার করার জন্য শিক্ষার্থীকে প্রথমে সাইন-আপ করতে হবে। এ বিষয়ে https://service.du.ac.bd   সাইটে বিস্তারিত জানা যাবে। অনলাইনে আবেদন করার পর আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনেই তাকে পিডিএফ ফরম্যাটে একটি পে-স্লিপ প্রেরণ করা হবে। এই পে-স্লিপটি প্রিন্ট করে জনতা ব্যাংকের বাংলাদেশের যে কোন শাখায় ফি জমা দেয়া যাবে। ফি জমা হওয়ার সাথে সাথে শিক্ষার্থী তা ড্যাশবোর্ডে দেখতে পাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দপ্তরও তাৎক্ষণিকভাবে তা জানতে পারবে।’

উল্লেখ্য, বর্তমানে আবেদন ফরম উত্তোলন, তথ্য সংশোধনের জন্য বা ফি এর পরিমাণ লিখিয়ে আনার জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকবার প্রশাসনিক ভবনে আসতে হয়। অনলাইন পদ্ধতি চালু হলে তা আর আসতে হবে। তবে হল এবং লাইব্রেরি সংক্রান্ত আনুষ্ঠানিকতা আগের মতই থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নতুন পদ্ধতিতে হিসাব রক্ষণ অনেক দ্রুত ও সহজ হবে এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে। আবেদন ফরম পূরণ করা থেকে শুরু করে নম্বরপত্র বা সনদপত্র উত্তোলন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ৬টি ধাপে সম্পন্ন হবে, যার অগ্রগতি শিক্ষার্থী তার ড্যাশবোর্ড থেকে প্রত্যক্ষ করতে পারবেন।’


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর