রাজধানীর কুর্মিটোলায় ঢাবি ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগ। এসময় তারা ধর্ষণের অভিযুক্তের পরিচয় প্রকাশ ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে ছাত্রলীগের ব্যানারে নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন। এসময় কিছুক্ষণের জন্য রাস্তার দুইপাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে।
মানববন্ধনে মারুফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাবিপ্রবি’র রাসেল, আলাউদ্দিন, রাঙ্গা , শুভ, শাহ আলম, আকাশ, রাহাত, ইসরাত, আনাম সাব্বির, রাব্বি শেখ, সিফাত মাহমুদ, অংকন প্রমুখ।
বক্তারা বলেন, একজন নারীর ধর্ষণের ঘটনা গোটা জাতির জন্য লজ্জাজনক। ঢাবির দ্বিতীয় বর্ষে পড়ুয়া ওই ছাত্রীর ধর্ষণের সুষ্ঠু তদন্ত চাই। আমার বোনের শরীরে যে ক্ষত লেগেছে তার বদলে ধর্ষককে খুঁজে এনে শাস্তির ব্যবস্থা করা হোক। ধর্ষিতা নয়, ধর্ষকের ছবি প্রচার করা হোক।
বিডি প্রতিদিন/হিমেল