তথ্য-প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) ‘শ্রেষ্ঠ ডিজিটালাইজড ক্যাম্পাস’ সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ক্লাস এটেনডেন্স সিস্টেম, বাধ্যতামূলক কম্পিউটার কোর্স চালু এবং রোবট ‘লি’ ও ‘রোবো’ উদ্ভাবনের জন্য এ সম্মাননা প্রদান করা হয়। দেশের সকল বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে শাবির এ অর্জন গর্ব করার মত ব্যাপার।
উল্লেখ, গত ৮ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ সম্মাননা স্মারক নেন শাবির সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান।
বিডি প্রতিদিন/হিমেল