ছাত্রলীগ ও কর্মচারী সংসদের সদস্যদের বিক্ষোভের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিভিন্ন শাখার কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টারসহ কর্মকর্তাদের প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত ও অন্যান্য দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।
শুক্রবার ও শনিবার সিকৃবির বিভিন্ন শাখার কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কর্মচারী নিয়োগে লিখিত পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবিতে সিকৃবির কর্মচারী সংসদ ও ছাত্রলীগ কয়েকদিন থেকে আন্দোলন করে আসছিল।
এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা উপাচার্য ভবনের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ফটক বন্ধ করে দিয়ে উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার ও রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে ফেলেন। এ সময় অফিস থেকে বের হওয়া নিয়ে কর্মকর্তাদের সাথে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কিও হয়।
পরে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন। আন্দোলনকারীদের অন্যান্য দাবিও মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে আন্দোলনকারীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। আন্দোলনের মুখে শুক্রবার ও শনিবারের কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন