'মিলিবো এসে প্রাণের টানে' স্লোগানকে সামনে রেখে ঢাকা কলেজিয়েট স্কুলের ৯৪`ব্যাচের রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এই রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়।
স্কুলজীবন শেষে জীবনের প্রয়োজনে বিভিন্ন কর্ম ক্ষেত্রে দেশ-বিদেশে ব্যস্ত হয়ে পড়া সকলে প্রাণের টানে মিলিত হয়েছিলেন। দূর-দূরান্তে চলে যাওয়া বন্ধুরা সবাইকে একসঙ্গে পেয়ে একে-অপরকে জড়িয়ে ধরেন, কুশলবিনিময় করেন। এরপর শুরু হয় আড্ডাবাজি, স্মৃতিচারণসহ নানা আয়োজন।
জীবনের সোনালী সময়ের ঘনিষ্ঠ বন্ধুদের মিলন মেলায় এসে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক আনন্দঘন পরিবেশে রূপ নেয়।
বিডি প্রতিদিন/আরাফাত