বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘোষিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছয় শিক্ষার্থী। ইউজিসির ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন মনোনীত শিক্ষার্থীর মধ্যে বেরোবির শিক্ষার্থীদেরও নাম রয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতি বছরের মত অনুষদভিত্তিক সেরা শিক্ষার্থীদের ইউজিসি থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য দরখাস্ত আহবানের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের সেরা ফলাফলধারীদের তালিকা পাঠানো হয়েছিলো। এরমধ্যে ছয়জনকে মনোনয়ন দিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন কলা অনুষদভুক্ত ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের লিমা আক্তার (সিজিপিএ ৩.৫৭), সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের তানজিলা আক্তার (সিজিপিএ ৩.৮৩), বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোছা. সোহানা ইয়াসমিন (সিজিপিএ ৩.৮৬), বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের হাবিবা আক্তার (সিজিপিএ ৩.৮৮), প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইলেক্ট্রনিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. সোয়াইব হাসান (সিজিপিএ ৩.৬৯) এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মোছাঃ সুমনা আক্তার (সিজিপিএ ৩.৮৭)।
উল্লেখ্য, ইউজিসি ২০০৬ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক চালু করে।
বিডি প্রতিদিন/আল আমীন