আনন্দ-উচ্ছ্বাসে নানা আয়োজনে ব্যাচ ডে উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ‘সঞ্জীবনী ৩৩’। বিশ্ববিদ্যালয়ে ভর্তির এক বছর পার হওয়ায় বুধবার আনন্দ র্যালি, আবির উৎসব, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করেছেন শিক্ষার্থীরা।
এ উপলক্ষে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলামঞ্চে ‘সঞ্জীবনী- ৩৩তম ব্যাচ’ এর অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ প্রমুখ।
আলোচনা সভা শেষে ব্যাচ ডে উপলক্ষে সেখানে কেক কাটা হয়। পরে বাংলামঞ্চ থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় আবির উৎসবে মেতে উঠেন শিক্ষার্থীরা। র্যালি শেষে ‘সঞ্জীবনী ৩৩’ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম