২০ জানুয়ারি, ২০২০ ১৭:২৪

আবাসিক হলে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের জায়গা হবে না: শাবি উপাচার্য

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আবাসিক হলে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের জায়গা হবে না: শাবি উপাচার্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, নতুন বছর থেকে আমরা মাদকের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি যা সারা বছর অব্যাহত থাকবে। মাদকের কোন জায়গা এ বিশ্ববিদ্যালয়ে হবে না। সেই সাথে আবাসিক হলগুলোর মধ্যে কোন গাঁজা, ইয়াবা, হেরোইন সেবনকারী থাকতে পারবে না। যারা মাদকের ব্যবসা করে তাদের ব্যাপারেও পদক্ষেপ নেয়া হবে। 

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের পুনঃনির্মিত ডাইনিং উদ্বোধনকালে এ কথা বলেন উপাচার্য। 
উপাচার্য আরো বলেন, আমরা ইতিমধ্যে মাদকসেবীদের শনাক্ত করার জন্য ১ হাজার মাদক শনাক্তকারী কীট ক্রয় করছি। যারা মাদক সেবন করে তাদের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে। 
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খানসহ বিভিন্ন দপ্তর প্রধান, সহকারী প্রভোস্ট ও প্রক্টরিয়ালবডির সদস্যরা। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর