২৩ জানুয়ারি, ২০২০ ১৩:২৭

বিচার চেয়ে ঢাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মার খাওয়া সেই ছাত্র

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিচার চেয়ে ঢাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মার খাওয়া সেই ছাত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা রাতভর শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ছাত্র মুকিমুল হক চৌধুরী। গতকাল বুধবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি শুরু করার পর আজ দুপুর পর্যন্ত তা অব্যাহত রেখেছেন তিনি। বিচার না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার কথাও বলেছেন মুকিমুল হক চৌধুরী।

আজ দুুপুরে সরেজমিনে রাজু ভাস্কর্যে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী তোষক বিছিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান করছেন। অসুস্থতার কারণে তাকে শুয়ে থাকতে দেখা যায়। তার পাশে শিক্ষার্থী নির্যাতনের বিচারের দাবি সংবলিত প্ল্যাকার্ড রয়েছে।

এদিকে, গতকাল রাত ৯টার দিকে তার সাথে দেখা করতে আসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ও কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, প্রভোস্ট স্যার আমার থেকে সাত দিনের সময় নিয়ে বলেছেন, তিনি ঘটনা তদন্ত করবেন। কিন্তু আমি বিচার না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর