প্রতিষ্ঠার চৌদ্দ বছরে আগামী ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবর্তনের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এতে সভাপতিত্ব করবেন। বক্তব্য দেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. আবু তাহের এবং সমাবর্তনের যুগ্ম আহবায়ক ড. এ কে এম রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের পাঁচ হাজার ৬৪৮জন স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মূল সনদ দেয়া হবে। একই অনুষ্ঠানে ১৪জন কৃতি শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক দেয়া হবে। ইতিমধ্যে দুই হাজার ৮৮৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে।
বিডি-প্রতিদিন/শফিক