২৬ জানুয়ারি, ২০২০ ২২:১৮

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক সেমিনার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘মাদক ও জঙ্গিবাদ বিরোধী’ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বরিশাল বিশ্ববিদ্যালয় মাদক বিরোধী কমিটি ও বরিশাল জেলা পুলিশ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। মাদক ও জঙ্গিবাদের ভয়াবহতা রোধে তরুণ প্রজন্মের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। 

বিশ্ববিদ্যালয় মাদক বিরোধী কমিটির আহ্বায়ক ও প্রক্টর ড. সুব্রত কুমার দাসের সভাপতিত্বে এবং মাদক বিরোধী কমিটির সদস্য সচিব ও টিএসসির পরিচালক ড. মো. খোরশেদ আলম সেমিনারে সঞ্চালনা করেন। 

এতে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, সাধারণ সম্পাদক কে এস মহিউদ্দীন মানিক বীর প্রতীক, কমিউনিটি পুলিশ ফোরামের সদস্য ক্যাপ্টেন (অব.) ডা. এম সিরাজুল ইসলাম, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ছাত্র উপদেষ্টাগণ, শিক্ষকমন্ডলী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। 

সেমিনারে বক্তারা মাদক ও জঙ্গিবাদের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন এবং সমাজ থেকে এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর