ব্রাহ্মণবাড়িয়ার গভ. মডেল গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ের কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভিন আক্তার, সদ্য সাবেক প্রধান শিক্ষক মিসেস নাঈমা জান্নাত প্রমুখ।
এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব