খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের ৫ ছাত্রকে নির্যাতনের ঘটনায় একই ডিসিপ্লিনের ছাত্র মশিউর রহমান রাজার ছাত্র হলের সিট বাতিল করা হয়েছে। এছাড়া অভিযুক্ত আরও ৪ ছাত্রকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।
গত ২৭ জানুয়ারি রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২০৭ নম্বর কক্ষে ডেকে নিয়ে ওই ৫ ছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটে। আজ শনিবার হলের প্রভোষ্ট প্রফেসর ড. শামীম আকতার এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, নির্যাতনের ঘটনার পর গত ২৯ জানুয়ারি ইংরেজি বিভাগের প্রধান বরাবর লিখিত অভিযোগ দাখিল করে নির্যাতনের শিকার শিক্ষার্থীরা। এতে বলা হয়, তথাকথিত মিটিংয়ের নামে কয়েকদিন ধরেই তাদেরকে নির্যাতন করা হচ্ছিল। এর মধ্যে ২৭ জানুয়ারি রাতে কক্ষে ডেকে নিয়ে তাদেরকে অমানবিক নির্যাতন কড়া হোয়। এসময় তাদেরকে লাঠি দিয়ে পেটানো হয়।
লিখিত অভিযোগের ভিত্তিতে প্রফেসর মো. ইমদাদুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তবে প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত মূল শিক্ষার্থী মশিউর রহমানের ছাত্র হলের সিট বাতিল করা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ