আগামী পহেলা আগস্ট পালিত হবে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আযহা। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হবে ঈদের নামাজ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ঈদুল-আযহার নামাজ আগামী শনিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি'আয় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মসজিদের সিনিয়র খতিব ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দিন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে।
করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/আরাফাত