অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ২২১৬ জন শিক্ষার্থীকে ১৫ জিবি করে ইন্টারনেট ডাটা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সর্বোচ্চ সহায়তা দেয়ার চেষ্টা করি। এ প্রেক্ষিতে আগামী এক মাসের জন্য ১৫ জিবি ইন্টারনেট সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল