ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে হুমায়ুন কবির জীবন (নিউ এজ) এবং সাধারণ সম্পাদক পদে ইরফান রানা (খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন।
শনিবার নির্বাচন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, সংগঠনটির সাবেক সভাপতি সুজা উদ্দিন, সদ্য সাবেক সভাপতি ইমরান শুভ্র উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সসদ্যরা হলেন সহ-সভাপতি পদে হুমায়ুন কবির শুভ (বাংলাদেশ পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান (মানবকণ্ঠ), দফতর সম্পাদক শাহাব উদ্দিন (যায়যায়দিন), অর্থ সম্পাদক ইমানুল সোহান (দেশ রূপান্তর), প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম (বাসস), দুজন কার্যনির্বাহী সদস্য তাজমুল হক জায়িম (নয়া দিগন্ত) ও বিপ্লব খন্দকার (ইনকিলাব)।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ