গাজীপুর অবস্থারত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা রবিবার দুপুরে বরিশাল মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) হত্যার প্রতিবাদ এবং ওই ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ি সড়কে মানবন্ধন ও সংক্ষিপ্ত পথসভা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও দিয়েছেন।
মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সচিব আব্দুল মালেক সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেন, গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন জানান, গত ৯ নভেম্বর মানসিক চিকিৎসা নিতে গিয়ে ঢাকার আদাবর মাইন্ড এইড হাসপাতালের লোকজনের হামলায় নিহত হন বরিশাল মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার আনিসুল করিম শিপন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞানের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী এবং ৩১তম বিসিএস’ এ নিয়োগপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার