শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ‘মাভৈঃ আবৃত্তি সংসদ’র উদ্যোগে চলছে তিন দিনব্যাপী অনলাইন আবৃত্তি উৎসব ‘২২ শে মাভৈঃ’।
আয়োজনের প্রথম দিন গত শনিবার বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ্, উপদেষ্টা মীর বরকত, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (সিলেট অঞ্চল) মনির হোসেন এবং ভারতের ত্রিপুরার কবি ও বাচিক শিল্পী কাকলি গাঙ্গুলির পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন রবিবার মাভৈঃ-এর উপদেষ্টা, বর্তমান ও সাবেক সদস্যদের পরিবেশনা ও স্মৃতিচারণ পর্ব সম্পন্ন হয়।
অনুষ্ঠানের তৃতীয় দিন সোমবার সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ধ্বনি’, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘স্বনন’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ’, খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘ওংকার শৃণুতা’, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্র’, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অ-আবৃত্তি সংগঠন’র পরিবেশনা অনুষ্ঠিত হবে।
সংগঠনটির সভাপতি অংকিতা দাশগুপ্তা বলেন, ১৫ নভেম্বর ২২ বছর পূর্ণ করেছে আমাদের মাভৈঃ। প্রতি বছরের মতো এবারে নানা আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মঞ্চ রাঙানো সম্ভব হয়নি আমাদের। মহামারিকালীন এই সীমাবদ্ধতাটুকু স্বীকার করে নিতেই হচ্ছে। তাই এই সময়টা কবিতা ও মানুষের সাথে আত্মীয়তার বন্ধনটুকু ধরে রাখতেই এবারের ব্যতিক্রমধর্মী অনলাইন আয়োজন ‘২২ শে মাভৈঃ’।
বিডি প্রতিদিন/এমআই