হার্ভাড বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। এখানে যে কোনো অভিভাবক তার সন্তানকে ভর্তি করতে চাইবেন। কিন্তু এক পিতা তার সন্তানদের হার্ভাডে ভর্তি করতে বেছে নিলেন অসৎ উপায়। কোটি কোটি টাকার মালিক ওই ব্যক্তি ঘুষ দিয়ে সন্তানদের ভর্তি করতে চেয়েছিলেন হার্ভাডে। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা।
এ ঘটনায় জিয়ে জ্যাক ঝাও (৬১) ও পিটার ব্রান্ডকে (৬৭) সোমবার আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক অব ম্যাসাচুসেটসের অ্যাটর্নি অফিস এ তথ্য জানিয়েছে। জিয়ে জ্যাক ঝাও তার সন্তানদের হার্ভাডে ভর্তি করাতে ১.৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছিলেন। এর মধ্যে একটি গাড়ি ও বাড়ির জন্য অর্থ দেওয়া হয়।
পিটার ব্রান্ডকে গত বছর বহিষ্কার করে হার্ভাড। তিনি ১৯৯৯ থেকে প্রতিষ্ঠানটির ফেন্সিং কোচ ছিলেন। জিয়ে জ্যাক ঝাও মেরিল্যান্ডের একটি টেলিকম কোম্পানির প্রধান নির্বাহী। পিটার ব্রান্ডের অ্যাটর্নি অবশ্য জানিয়েছেন, তার মক্কেল কোনো অপরাধ করেননি।
বিডি প্রতিদিন/ফারজানা