কর্মকর্তাদের অর্ধদিনের বেতনের সম-পরিমাণ নগদ অর্থ দিয়ে প্রয়াত সহকারী রেজিস্ট্রার মো. আবু মোক্তাদীর পরিবারের পাশে দাঁড়লো ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি।
মঙ্গলবার উপাচার্য অফিসের সভাকক্ষে তার পরিবারের কাছে অর্ধদিনের বেতন বাবদ ২ লাখ ৩০ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস. এম. আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, ভারপ্রাপ্ত পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এইচ. এম. আলী হাসান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. আতাউল হক, কর্মকর্তা সমিতির সভাপতি মো. শামছুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মো. মোর্শেদুর রহমান এবং সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন