ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মেস্তাফিজুর রহমান মোস্তাফিজসহ নেতাকর্মীদের ভিত্তিহীন, মিথ্যা মামলায় হয়রানি বন্ধ ও নিঃশর্ত মুক্তির দাবিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার সকালে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে নবাবপুর রোড রথখোলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। এসময় গ্রেফতার নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আরাফাত/শফিক