যুক্তরাষ্ট্রে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' সংঘটিত করার অপরাধে বিএনপি-জামায়াতকে 'সন্ত্রাসী সংগঠন' ঘোষণার দাবি জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এই দাবিতে সোমবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে আমেরিকার রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ভাস্করশিল্পী রাশা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা। এতে সঞ্চালনা করেন মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে ঢাকাস্থ আমেরিকার দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে তা আটকে দেয় পুলিশ। পরে সংগঠনের চার সদস্যের প্রতিনিধি দলকে নিয়ে আমেরিকার দূতাবাস অভিমুখে নিয়ে যায় পুলিশ। সেখানে আমেরিকার দূতাবাসের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন গুলশান ডিপ্লোমেটিক জোনের ডিসি আশরাফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার