ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচনে সামাজিক বিজ্ঞান অনুষদের প্রার্থী হচ্ছেন অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান। অনুষদভুক্ত নীল দলের শিক্ষকদের অভ্যন্তরীণ ভোটে তিনি বর্তমান ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমকে ১৯ ভোটে পরাজিত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গত শনিবার আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের অভ্যন্তরীণ ভোটে সমানভাবে ৭২ ভোট পান সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম ও অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান। ফলে দুইজনই নীল দলের পক্ষে ডিন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তাদের মধ্যে একজনকে বেছে নেওয়ার জন্য ফের ভোটের আয়োজন করা হয় মঙ্গলবার। এতে অধ্যাপক জিয়া রহমান ৮৯ এবং অধ্যাপক সাদেকা হালিম পেয়েছেন ৭০ ভোট। এ ফলের ওপর ভিত্তি করে বলা যায়, জিয়া নীল দলের সামাজিক বিজ্ঞান অনুষদে চূড়ান্ত প্রার্থী হচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে অধ্যাপক সাদেকা হালিম আর অধ্যাপক ড. জিয়া রহমান একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। গত শনিবার সামাজিক বিজ্ঞান অনুষদের নীল দলের অভ্যন্তরীণ ভোটে সমানসংখ্যক ভোট পাওয়ায় আসন্ন ১৩ জানুয়ারির ডিন নির্বাচনে দুজনই মনোনয়ন পত্র জমা দেন। বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন তাই একইদল থেকে দুজন প্রার্থী যেন না হয় সেজন্য ফের ভোট আয়োজন করা হয়। অভ্যন্তরীণ ভোটে যিনি হারবেন তিনিই মনোনয়ন প্রত্যাহার করবেন। সে হিসেবে ড. সাদেকা হালিমকে মনোনয়ন প্রত্যাহার করতে হবে।
নীল দল আর সাদা দলের অংশগ্রহণের মাধ্যমে ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দুই দলই তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন