বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)’র ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং অফিস আয়োজিত ‘ইন্টিগ্রেশন বিটুইন বিজনেস লিডার অ্যান্ড স্টুডেন্টস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে কর্পোরেট জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার উপায় বর্ণনা করেন সৈয়দ আলমগীর, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, আকিজ ভেঞ্চার ও আকিজ গ্রুপ।
এসময় সৈয়দ আলমগীর বলেন, আত্মবিশ্বাস, চমৎকার ধারণা ও সঠিক বিশ্লেষণ ব্যক্তির জীবনকে আমূল পরিবর্তন করতে পারে। বিইউবিটি শিক্ষার্থীরা নিজেদের মেধা, শ্রম ও দক্ষতা দিয়ে দেশের সরকারি ও বেসরকারি খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো. ফৈয়াজ খান, ভাইস চ্যান্সেলর, বিইউবিটি। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. আলী নূর, প্রো-ভাইস চ্যান্সেলর, বিইউবিটি। স্বাগত বক্তব্য রাখেন মেসবাহুল হাসান, উপ-পরিচালক, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, বিইউবিটি।
উপস্থিত ছিলেন প্রফেসর শান্তি নারায়ণ ঘোষ, পরিচালক, বিইউবিটি রিসার্স সেন্টার ও আইকিউএসি-বিইউবিটি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এবং আকিজ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই