প্রথমবারের মত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ২৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় এমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক, শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক মোট ২৩ জন শিক্ষককে এ সম্মাননা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল