পুলিশি হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করে একের পর এক বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা।
সোমবার সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোল চত্বরে অবস্থান নেন। এসময় ভিসির পদত্যাগ, হল-ক্যাম্পাস অবিলম্বে খোলা ও ভিসিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আন্দোলনকারীরা দাবি তোলেন। পরে আনুমানিক বেলা ১১টায় তারা পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ করে। এসময় শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দেন।
এদিকে গতকাল শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার ঘটনায় ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো রাশেদ তালুকদারকে সভাপতি করে ও রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন এই কমিটির সদস্য হিসেবে থাকবেন।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত শিক্ষার্থীরা গোল চত্বরে অবস্থান করছে।