একটি দেশের উজ্জ্বল সম্ভাবনা লালিত-পালিত হয় দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে। প্রতিবছর নতুন নতুন মুখের সাথে পরিচিত হচ্ছে জ্ঞান সৃষ্টির এসব প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের জীবন শেষে কেউ চলতে থাকে স্বপ্নের পথে কেউ-বা বিভ্রান্তিতে। এই বিভ্রান্তি কাটিয়ে তুলতে নবীনদের সঠিক পথের ঠিকানা জানিয়ে দেওয়ার জন্য কথা বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষকমণ্ডলী।
২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আজ (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় প্রথম বর্ষের শ্রেণিকক্ষে নবীনদের বরণ করে নেওয়া হয় ফুলেল শুভেচ্ছা জানিয়ে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জীবনকে রাঙিয়ে তুলতে বিভিন্ন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য প্রদান করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। তিনি বলেন, ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। যেকোনো বিষয়ে এখানে মতামত প্রকাশে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায় বিভ্রান্তি তৈরী হতে পারে।
অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল কাইয়ুম মাদকের ভয়াবহতা নিয়ে সচেতন করে বলেন, আমার অনেক সহপাঠী মাদকের ভয়াবহতার স্বীকার হয়েছে।
সহকারী অধ্যাপক উম্মে হাবিবার উপস্থাপনায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মোঃ মনোয়ার কবির এবং ড. আনোয়ারা বেগম, অধ্যাপক মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী, মোঃ সফিকুল ইসলাম সহ সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি, মোহাম্মদ আলম চৌধুরী, আককাছ আহমদ এবং এ. জি. এম. নিয়াজ উদ্দিন। এছাড়াও সহকারী অধ্যাপক মোঃ বখতেয়ার উদ্দিন, মোঃ সেলিমুল হক, মুহাম্মদ ইসহাক, তাসলিমা আক্তার এবং হাসিনা আফরোজ শান্তা তাঁদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সচেতনতামূলক উপদেশ এবং পরামর্শ প্রদান করেন।
নবীনদের মধ্যে থেকে প্রাণবন্ত বক্তব্য প্রদান করেন তানজিনা আক্তার এবং মোঃ সবুজ হাসান। তানজিনা আক্তার বলেন, রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমি খুবই খুশি। জ্ঞানের একটি বৃহৎ শাখা এটি। আমি আশা করি লক্ষ্যে পৌছাতে যথা সময়ে সম্মানিত শিক্ষকমন্ডলী আমাদের শিক্ষাবর্ষ শেষ করতে সহায়তা করবেন।
নবীনদের বরণ করে নিতে বিভাগের মাস্টার্স থেকে দ্বিতীয় বর্ষের প্রায় ৩০ জন শিক্ষার্থী দৃষ্টিনন্দন সাজসজ্জার আয়েজন করেন। এছাড়াও তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন