ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পরিচয়েই দীর্ঘদিন ক্লাস-পরীক্ষায় অংশ নিয়েছেন, এমনকি বিভাগের বিভিন্ন অনুষ্ঠানেও বৈধ অন্য শিক্ষার্থীদের মত ছিলো সরব উপস্থিতি। সর্বশেষ ষষ্ঠ সেমিস্টারের একটি কোর্সের পরীক্ষা চলাকালীন ধরা পড়েন সাজিদ উল কবির নামের একজন। রোল নম্বর পরীক্ষায় করতেই জানা গেছে, এতদিন ‘ভুয়া’ পরিচয়েই দিব্যি ক্লাস-পরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন তিনি।
বিভাগ সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতেন। ব্যাচের সবাই তাকে সহপাঠী ভেবে এসেছেন এতদিন। বুধবার একটি কোর্সের পরীক্ষা চলাকালীন সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি ছাত্রত্বের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী বলেন, বিভাগের একটি কোর্সের পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট শিক্ষক ওই শিক্ষার্থীর রোল নম্বর যাচাই করেন। এতে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, ওই শিক্ষার্থী আমাদের বিভাগের নয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের প্রতিনিধিদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টর আবু হোসেন মুহম্মদ আহসান বলেন, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা, এটা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর নিশ্চিত করতে পারেন। প্রক্টর অফিস ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিস যাচাই-বাছাই করে তার কোনো কাগজপত্র পাইনি। ফলে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে এতদিন ধরে ক্লাস-পরীক্ষায় অংশ গ্রহণের উদ্দেশ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে আমরা পরবর্তী ব্যবস্থা নিবো।
বিডি প্রতিদিন/আবু জাফর