৩০ নভেম্বর, ২০২২ ১৮:৫৪

রাবিকে বিশ্বমানের পর্যায়ে নিতে আলোচনা

রাবি প্রতিনিধি

রাবিকে বিশ্বমানের পর্যায়ে নিতে আলোচনা

রাবিকে বিশ্বমানের পর্যায়ে নিতে আলোচনা

প্রযুক্তি ও জ্ঞানচর্চায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) বিশ্বমানের পর্যায়ে নিতে আন্তর্জাতিক শিক্ষা-গবেষণার মানোন্নয়ন বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশনের সাথে আলোচনা হয়েছে। বুধবার সিঙ্গাপুরে সংস্থাটির মহাব্যবস্থাপক রীথিন মালহোত্রার সাথে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের এই আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, ব্রিটিশ কাউন্সিলের আমন্ত্রণে গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে অংশ নিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। কনফারেন্সের তৃতীয় দিন ‘বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) বিষয়ে লিঙ্গ সমতা’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং, প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানচর্চার মাধ্যমে বিশ্বমানের পর্যায়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

এসময় ক্রমপর্যায়ে জাতীয় পর্যায়ে মানবৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে র‌্যাংকিং বাড়ানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে উভয় পক্ষ একমত হন। এ বিষয়ে আগামী মাসে অনলাইনে উভয়পক্ষের এক সভা অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে এ বিষয়ে মহাব্যবস্থাপক রাবি সফর করবেন। সাক্ষাৎকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৭ নভেম্ববর ব্রিটিশ কাউন্সিল আয়োজিত গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক সম্মেলনে অংশ নিতে চার দিনের সিঙ্গাপুর সফরে যান রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর