৩ ডিসেম্বর, ২০২২ ২০:০২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল নিয়ন্ত্রণের দাবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল নিয়ন্ত্রণের দাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর বেপরোয়া যানচলাচল নিয়ন্ত্রণসহ তিনদফা দাবিতে দ্বিতীয় দিনের মত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে, গত শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকারের চাপায় এক নারীর প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে নিরাপদ সড়ক ও যান চলাচল নিয়ন্ত্রণের জন্য আন্দোলন করেন।

এসময় তাদের সাথে সংহতি প্রকাশ করে ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ইউনিয়ন। শনিবারও একই দাবিতে কর্মসূচি পালন করেন তারা।এসময় তারা তিন দফা দাবি জানান। তাদের তিন দফার দাবির মধ্যে রয়েছে ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচল বন্ধ, অভ্যন্তরীণ যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ; বিশ্ববিদ্যালয়ের কোন রাস্তা সিটি কর্পোরেশনাধীন থাকবে না, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওতায় রাস্তা থাকবে; বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের রাস্তায় চেক পোস্ট বসাতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থী আরমানুল হক জানান, তারা দ্রুতই স্মারকলিপি দেবেন ও আন্দোলন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর