ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের ২০২২-২৩ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক ইলেকট্রিকাল ইলেকট্রনিকস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান মনোনীত হয়েছেন।
সোমবার শাপলা ফোরামের নির্বাচনে জয়ী ১৫ জন সদস্যের মিটিং থেকে এ কমিটি গঠন করেন তারা। ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শেলিনা নাসরিন, যুগ্ম-সাধারণ সম্পাদক গণিত বিভাগের ড. আনিছুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ইব্রাহীম আব্দুল্লাহ। এ ছাড়া কার্যনিবাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান, অধ্যাপক ড.মাহবুবুল আরেফিন, সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক ড. সাদেক আলী, সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, অধ্যাপক ড. রবিউল ইসলাম, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সহযোগী অধ্যাপক ড. হোসাইন মো. ফারুকী, অধ্যাপক ড. আতিকুর রহমান।
নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে সকলকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। এ জন্য সকলের সহযোগীতা কামনা করছি।’
বিডি প্রতিদিন/হিমেল