বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছয় দফা বেদিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। মঙ্গলবার সকাল ১০ টায় শ্রদ্ধা নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, এই দিনটি বাঙালি জাতির মুক্তির সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি সৈন্যদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ জয়লাভ করে। পরবর্তীতে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে নিজ দেশে ফিরে আসেন বাঙালির অবিসংবাদিত নেতা ও স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উপাচার্য বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জয়লাভ করলেও তা পূর্ণতা পায় ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে স্বদেশ প্রত্যাবর্তন দিবসসহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সকলের প্রতি আহ্বান জানান উপাচার্য। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল