বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন চালু করা এগ্রিমেটিওরোলজি বিভাগে এমএস প্রোগ্রাম চালুর বিষয়ে কনসালটেশন কর্মশালা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া।
কারিগরি সেশনে প্রকল্পের কনসালটেন্ট প্রফেসর ড. মঈন-উস-সালাম কোর্স-কারিকুলাম সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রফেসর ড. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কারিগরী সেশনে বিশেষজ্ঞগণ এগ্রোমেটিওরোলজি বিভাগের এমএস প্রোগ্রামের কোর্স কারিকুলাম বিষয়ে মূল্যবান মতামত প্রদান করেন।
বিডি প্রতিদিন/নাজমুল