রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে বিএনপিসহ বিরোধী দলীয় জোটের গণ-অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘সতর্ক পাহারা’ বসিয়েছে ছাত্রলীগ। বুধবার সকাল ১১ টার দিকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা।
ছাত্রলীগের দাবি, রাজনৈতিক অপশক্তির নৈরাজ্য বন্ধে সাধারণ শিক্ষার্থীদের এ অবস্থান। এটাকে তারা ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য-দেশবিরোধী ষড়যন্ত্র-সংবিধান বিরোধী অপতৎপরতার’ প্রতিবাদে অবস্থান কর্মসূচি বলছে।
সরেজমিনে সকাল ১১ টার দিকে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসানের নেতৃত্বে যোগ দিয়েছে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। আরও যোগ দিয়েছে সংগঠনটির ইডেন কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা। সংগঠনটির নেতা-কর্মীদের জামায়াত-বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ছাত্রলীগের এ অবস্থান থাকবে বিকাল তিনটা পর্যন্ত।
শাহবাগে ছাত্রলীগের অবস্থানের বিষয়ে সংগঠনে সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমরা আজকে এখানে অগ্নি সন্ত্রাস, জঙ্গিবাদ ও পেট্রোল বোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মডেলে পরিণত হয়ে উন্নত দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশে-বিদেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। পঁচাত্তরের ঘাতকদের দ্বারা প্রতিষ্ঠিত বিএনপি-জামায়াতের নেতৃত্বে উন্নয়নকে বাধাগ্রস্ত করে এ দেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। গণ অবস্থানের নামে যদি গণ হয়রানির চেষ্টা করা হয়, তাহলে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক অব্যাহত অগ্রযাত্রাকে নস্যাৎ করার পাঁয়তারা করছে বিএনপি-জামায়াত। তাদের মোকাবিলা করার বিষয়টিকে ছাত্রসমাজ নৈতিক দায়বদ্ধতা বলে মনে করে। সেই জায়গা থেকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখা, নিজেদের ভবিষ্যৎকে নিরাপদ রাখার স্বার্থে ছাত্রসমাজ অপশক্তি প্রতিরোধে সতর্ক অবস্থান নিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল