প্রাক্তন শিক্ষার্থীদের মহাপূনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ্যালামনাই অ্যাসোসিয়েশন। শুক্রবার (১৩ জানুয়ারি) বুয়েট খেলার মাঠে দিনব্যাপী জমকালো এ আয়োজন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বুয়েট এ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সভাপতি অধ্যপক ড. আইনুন নিশাত।
আরও উপস্থিত থাকবেন বুয়েট এ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর মহাসচিব প্রকৌশলী মাহ্তাব উদ্দিন, মহাপুনর্মিলনী-২০২৩ আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মুনীর উদ্দিন আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়- মহাপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বুয়েট এ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।
এছাড়াও অনুষ্ঠানে ‘প্রকৌশল শিক্ষার বিবর্তন এবং ভবিষ্যত’-এর উপর প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল এন্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তামিম।
সভাপতিত্ব করবেন বুয়েট এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যপক ড. আইনুন নিশাত। আরও উপস্থিত থাকবেন বুয়েট এ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রকৌশলী মাহ্তাব উদ্দিন, মহাপুনর্মিলনী-২০২৩ আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মুনীর উদ্দিন আহমেদ এবং কোঅর্ডিনেটর ও বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এ্যালামনাই অ্যাসোসিয়েশনের ট্রাষ্টি ও যোগাযোগ সম্পাদক প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ